PRESS
পুরুষদের স্তন ক্যানসার হয়? ই-সিগারেটে বুঝি তেমন ঝুঁকি নেই! ক্যানসার নিয়ে সঠিক তথ্য জানুন, ভাঙুন নানা মিথ – TheWall
দিন কয়েক আগেই পেরিয়েছে আন্তর্জাতিক ক্যানসার দিবস। সারা বিশ্বের অন্যতম এক মহামারী ক্যানসারের বিরুদ্ধে মানুষের সচেতনতা ও লড়াইয়ের তাৎপর্য বহন করে বিশেষ দিনটি। তবে শুধু একটি দিনে নয়, এ কথা বলাই বাহুল্য, ক্যানসার নিয়ে চর্চা ও লড়াই দরকার প্রতিটি দিনই। তবেই একটা ক্যানসার-মুক্ত পৃথিবী গড়া সম্ভব হবে সকলে মিলে।

World Cancer Day: ক্যান্সারে অকাল মৃত্যু রুখতে এর আগাম উপসর্গগুলি চেনা জরুরি!
যদি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়ে, তাহলে আক্রান্তকে বাঁচানো সম্ভব। এর জন্য ক্যান্সারের আগাম উপসর্গগুলি চেনা খুব জরুরি! জেনে নিন এ বিষয়ে কী বলছেন ক্যান্সার বিশেষজ্ঞ শল্যচিকিৎসক (M.Ch. Surgical Oncologist) ডাঃ শুভদীপ চক্রবর্তী।

ক্যান্সার রোগীদের অকাল মৃত্যু রুখতে এর আগাম উপসর্গগুলি চেনা জরুরি- Video
আজ বিশ্ব ক্যান্সার দিবস (World Cancer Day)। অনেকেরই ধারনা, ক্যান্সার হলে আর হয়তো রোগীকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু এই ধারণা সঠিক নয়। তবে জানেন কি যদি প্রাথমিক পর্যায়ে ক্যান্সার ধরা পড়ে, তাহলে আক্রান্তকে বাঁচানো সম্ভব। এর জন্য ক্যান্সারের আগাম উপসর্গগুলি চেনা খুব জরুরি! কোন কোন লক্ষণ দেখলে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে? জেনে নিন এ বিষয়ে কী বলছেন ক্যান্সার বিশেষজ্ঞ শল্যচিকিৎসক (এমসিএইচ সার্জিক্যাল অঙ্কোলজিস্ট) ডাঃ শুভদীপ চক্রবর্তী।

জরায়ুমুখের ক্যান্সার ভারতীয় মহিলাদের বড় আতঙ্ক , তবে গোডায় ধরা পডলে ভয়ের কিছূ ণেই।

স্তন ক্যানসার নিয়ে অযথা আতঙ্ক নয়, চিকিৎসার চেয়েও জরুরি সচেতনতা: ডক্টর শুভদীপ চক্রবর্তী
ক্যানসার শব্দটার সঙ্গেই আজও জুড়ে আছে আতঙ্ক, অসহায়তা। অথচ ক্যানসার আর পাঁচটা অসুখের মতো পুরোপুরি না সারলেও, ক্যানসার-মুক্ত হয়ে দিব্যি সুস্থ থাকা যায়। তবে তা জন্য প্রয়োজন সচেতনতা, ধৈর্য্য, বিশ্বাস। স্তন ক্যানসার এমনই এক ধরনের ক্যানসার। অনেকেই মনে করেন, এই ক্যানসারে কারও আক্রান্ত হওয়া মানে তাঁর পরিবারের পরবর্তী প্রজন্মের সকল মহিলাই বোধহয় আক্রান্ত হবেন।

অনুপ্রেরণা অ্যাঞ্জেলিনা জোলি, ক্যানসার এড়াতে স্তন বাদ দিলেন পশ্চিম মেদিনীপুরের মৌসুমী
যৌবনের আগে জীবন। তাই ক্যানসারের ঝুঁকি এড়াতে স্তন, ডিম্বাশয় ফ্যালোপিয়ান টিউব বাদ দিয়ে দিলেন পশ্চিম মেদিনীপুরের মৌসুমী রায়। ঠিক যেমনটা করেছিলেন ক্যালিফোর্নিয়ার সমুদ্র সবুজ চোখের অপরূপা অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie)

অ্যাঞ্জেলিনা জোলির মতোই সাহসী পদক্ষেপ মৌসুমির। ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনার নজির গড়ল কলকাতা
অ্যাঞ্জেলিনা জোলির মতোই মাত্র বছর দশেক বয়সেই মৌসুমির থেকে তাঁর মা-কে কেড়ে নিয়েছিল ক্যান্সার। কয়েকদিনের মধ্যেই একই ভাবে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েও মারা যান তাঁর মামি। দৈত্যের মত দাঁত-নখ বার করে ক্যান্সার কেড়ে নিয়েছে মৌসুমির বাবাকেও।

আঞ্জেলিনার পথে মৌসুমী, ব্রেস্ট সার্জারির বেনজির সাফল্য কলকাতায়।
জানুয়ারি মাসের ৫ তারিখে ডানদিকে স্তনে একটা ছোট ল্যাম্প হয়েছে বলে বুঝেছিলেন ৩৭ বছরের মৌসুমী রায়। আকাশ ভেঙে পড়েছিল মাথায়। তার কারণও ছিল। মৌসুমীর যখন সাত বছর বয়স , তখন তাঁর মা মারা গিয়েছিলেন স্তন ক্যান্সারে। কয়েক বছর আগে মৌসুমীর মাসিও মারা যান। স্তন ক্যান্সারেই। ফলে ওই ছোট্ট ল্যাম্প যে অনেক বড় কিছুর ইঙ্গিত হতে পারে , তা বুঝতে সময় লাগেনি মৌসুমীর।

একে ক্যানসার, তায় করোনা পরপর দু’বার নির্ভয় অস্ত্রোপচারে সাফল্য কলকাতায়।
কোভিড পরিস্থিতিতে সামগ্রিক চিকিৎসা ব্যাবহার বিপদ নিয়ে বহু আলোচনায় দিকে দিকে।
গত কয়েক মাসে বারবারই শোনা গেছে , করোনা পরিস্থিতির কারনে থমকে গেছে জরুরি অস্ত্রোপচার , কারও বা অপারেশন পরবর্তী ফলো – আপের মাঝপথে বন্ধ হয়ে গেছে চিকিৎসা। বহু কঠিন রোগে ভোগ মানুষ রোগপ্রতিরোধ শক্তি কম থাকার কারনে সাহসই পাননি হাসপাতালে আসে চিকিৎসা নেওয়ার। ।

স্তন ক্যানসার নিয়ে অযথা আতঙ্ক নয়, চিকিৎসার চেয়েও জরুরি সচেতনতা: ডক্টর শুভদীপ চক্রবর্তী |
ক্যানসার শব্দটার সঙ্গেই আজও জুড়ে আছে আতঙ্ক, অসহায়তা। অথচ ক্যানসার আর পাঁচটা অসুখের মতো পুরোপুরি না সারলেও, ক্যানসার-মুক্ত হয়ে দিব্যি সুস্থ থাকা যায়। তবে তা জন্য প্রয়োজন সচেতনতা, ধৈর্য্য, বিশ্বাস। স্তন ক্যানসার এমনই এক ধরনের ক্যানসার। অনেকেই মনে করেন, এই ক্যানসারে কারও আক্রান্ত হওয়া মানে তাঁর পরিবারের পরবর্তী প্রজন্মের সকল মহিলাই বোধহয় আক্রান্ত হবেন। কেউ আবার মনে করেন, স্তন ক্যানসার মানেই মৃত্যুর পরোয়ানা। অথচ চিকিৎসা বিজ্ঞান বলছে, ভুল ধারণাকে অতিক্রম করে কেবল বিজ্ঞানসম্মত ভাবে সচেতন হতে পারলেই স্তন ক্যানসারের বিপদ অনেকাংশে এড়ানো যায়। অক্টোবর মাস এই স্তন ক্যানসার সচেতনতারই মাস। এই মাসে স্তন ক্যানসার নিয়ে বিস্তারিত সাক্ষাৎকারে দ্য ওয়ালের প্রতিনিধি তিয়াষ মুখোপাধ্যায়ের মুখোমুখি অঙ্কোসার্জেন ডক্টর শুভদীপ চক্রবর্তী।

ওভারিয়ান ক্যানসারের বিরুদ্ধে লড়তে জোট বাঁধতে হবে রোগী, পরিবার, সমাজকে: ডক্টর শুভদীপ চক্রবর্তী |
সচেতনতা নেই তেমন, নেই এ অসুখের প্রকট উপসর্গও। তার উপরে হু হু করে বদলে যাচ্ছে লাইফস্টাইল, বাড়ছে ওবেসিটি-সহ নানা সমস্যা। আর সেই সুযোগেই কঠিন অসুখ থাবা বসিয়েছে নারীশরীরের অত্যন্ত জরুরি ও সংবেদনশীল অঙ্গ ডিম্বাশয় বা ওভারিতে। ওভারিয়ান ক্যানসার বাড়ছে দ্রুত। এই সেপ্টেম্বর মাস ওভারিয়ান ক্যানসার সচেতনতার মাস, ওভারিয়ান ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার মাস। এ মাসেই তাই এ নিয়ে দ্য ওয়ালে বিস্তারিত আলোচনায় ডক্টর শুভদীপ চক্রবর্তী, কনসালট্যান্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট।

ওভারি ক্যানসার নিয়ে সচেতনতার মাস সেপ্টেম্বর।
সেই উপলক্ষে এ নিয়ে দ্য ওয়ালে বিস্তারিত আলোচনায় থাকছেন অঙ্কোসার্জেন ডক্টর শুভদীপ চক্রবর্তী। ২০ সেপ্টেম্বর, রবিবার, রাত আটটায় সঙ্গে থাকুন আপনিও।

তামাকে কোনও লাভ নেই, সবটাই ক্ষতি! হু হু করে বাড়ছে মুখ ও গলার ক্যানসার: ডক্টর শুভদীপ চক্রবর্তী
একটা পরিসংখ্যান বলছে সারা আমাদের দেশে যত ক্যানসার হয়, তার চল্লিশ শতাংশই আক্রান্ত ‘হেড অ্যান্ড নেক’ ক্যানসারে। অর্থাৎ ‘মুখ ও গলার’ ক্যানসার। এই ধরনের ক্যানসারের কারণ বিশ্লেষণ করতে গেলে দেখা গিয়েছে, মোট আক্রান্তের মধ্যে প্রায় ৭০ শতাংশ মানুষ কখনও না কখনও কোনও না কোনও ভাবে তামাকজাত দ্রব্যের নেশা করেছেন। অর্থাৎ হেড অ্যান্ড নেক ক্যানসার ও টোব্যাকো পরস্পরের সঙ্গে সংযুক্ত। এই নিয়েই বিস্তারিত আলোচনায় দ্য ওয়ালের সঙ্গে রয়েছেন ডক্টর শুভদীপ চক্রবর্তী, কনসালট্যান্ট সার্জিক্যাল অঙ্কোলজিস্ট।

Can Plastic Cause Cancer ? By Dr Suvadip Chakraborty || প্লাস্টিক কি ক্যান্সারের কারণ হতে পারে ?
স্তন ক্যান্সারের কারণ, লক্ষণ এবং চিকিৎসা
Health Risks of Tobacco || তামাক ও তার ক্ষতিকর প্রভাব
চুলে নিয়মিত রঙ করান? বারবার হেয়ার কালার ব্যবহারের ফলে চুলের ক্ষতি তো হয়ই, হতে পারে মারণ রোগও!
চুলে নিয়মিত রঙ করান? বারবার হেয়ার কালার ব্যবহারের ফলে চুলের ক্ষতি তো হয়ই, হতে পারে মারণ রোগও!
চুলে নিয়মিত রঙ করান? বারবার হেয়ার কালার ব্যবহারের ফলে চুলের ক্ষতি তো হয়ই, হতে পারে মারণ রোগও!
Gepostet von Zee 24 Ghanta am Donnerstag, 12. Dezember 2019
If starchy foods that have a lot of carbohydrates are subjected to high temperature, then a chemical called acrylamide is formed that acts as a high risk to cancer.
Breast Cancer is a couple of words “NOT” a sentence.
We performed Kolkata’s first Awake Breast Conservation Surgery for Carcinoma Breast.
#BreastCancerAwarenessMonth
Breast cancer is curable in early stages. Know signs & symptoms.
Survivors too can now detect recurrence risk early with a new & affordable test, avoid over-treatment, save costs & side-effects.
Dr. Suvadip Chakrabarti, Leading Breast Cancer Specialist, Consultant Surgical Oncologist, Apollo Gleneagles, Kolkata discuss new innovations in Breast cancer treatment with Rj Nilanjan
Shusto Thakun program on 90.8 FM , Radio JU on awareness of Colon Cancer
Dr. Suvadip’s speech on World Cancer Day at 92.7 Big FM
Dr Suvadip Chakrabarti, MCh Surgical Oncology was felicitated for his fight against Cancer by ABCF on 27th January 2019